এস এইচ টিটু : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর নামকস্থানে এ দুঘর্টনা ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় যানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, প্রাণ কোম্পানীর নারী শ্রমিক বহণকারী একটি বাস অলিপুর থেকে চুনারুঘাট যাচ্ছিল।এসময় ঢাকাগামী একটি ট্রাক বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা প্রাণ কোম্পানীর অন্তত ২০ নারী শ্রমিক আহত হন।
ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সরদ আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এদিকে ঢাকা-সিলেট মহাসড়ক দেড় ঘন্টা যানচলাচল বন্ধ থাকে।
পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
হবিগঞ্জের সহকারি পুলিশ সুপার মাসুদুর রহমান মনির খবর পেয়ে ঘটনা স্থলে এসে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।