এটি রচনা ও পরিচালনা করেছেন এইচ আর জয়। তানহার সঙ্গে অভিনয় করেছেন সজল ও পিয়াল। গাজীপুর ও উত্তরার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ হয়েছে।
তানহা বাংলানিউজকে বলেন, ‘আমি অনেক আগে টিভি নাটকে অভিনয় করেছিলাম। তবে চলচ্চিত্রে কাজ করার পর আর করা হয়নি। অনেকদিন পর ভালোবাসা দিবসের এ নাটকে অভিনয় করেছি। গল্পটা বেশ পছন্দ হয়েছে আমার। এখানে আমার চরিত্রের নাম রোদেলা। এখানে ত্রিভুজ প্রেমের একটি কাহিনী থাকছে।’
নাটকের গল্প নিয়ে জানা যায়, রোদেলা (তানহা) নামের মেয়ের সঙ্গে প্রেম হয় সজিবের (পিয়াল)। কিন্তু এক সময় বিয়ের কথা বলে সময় দিয়ে আসে না সজিব। তখন রোদেলা আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন। তবে তাকে বাঁচিয়ে একটি রিসোর্টে আনেন রাসেল (সজল)। সেখানে রোদেলার সাতদিন কেটে যায়। নতুন করে রাসেলের প্রেমে পড়ে রোদেলা। কাহিনী মোড় নেয় অন্যদিকে।
ভালোবাসা দিবসে যে কোনো টিভিতে প্রচার হবে নাটক ‘ভালোবাসার সাতদিন’।