বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বৃহস্পতিবার ভোরে উপজেলা সদরের নতুন বাজার এলাকা থেকে পিকআপ গাড়িসহ ৬ গরু চোর কে পুলিশ আটক করেছে।
আটকৃতরা হলো-বিশ্বনাথ উপজেলার কাদিপুর উপরের চক গ্রামের আবদুল আহাদের ছেলে সাজাদ হোসেন বাবুল (২২), একই উপজেলার সর্দারপাড়া গ্রামের মজর আলী ছেলে সাদিকুর রহমান লিটন (২৫), আজিজনগর গ্রামের আশদ আলীর ছেলে জালাল মিয়া (২৬), গোলাপগঞ্জ থানার মাঝের মহল্লা বাঘা গ্রামের মৃত ছন্দ মিয়ার ছেলে মজনু মিয়া (২৮), মগলবাজার থানার আসামপুর (ধরপাড়া) গ্রামের মৃত গীতেশ মালাকারের ছেলে বারেন্দ্র মালাকার (৩৮), বালাগঞ্জ থানার বাদেতাসুরপুর গ্রামের ওহাব উল্লার ছেলে কবির মিয়া (২৮)। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দেওকলস ইউনিয়নের বাজিতপুর গ্রামের মাসুক মিয়ার দুটি গরু বুধবার দিবাগত রাতে চুরি হয়। এসময় স্থানীয় মসজিদে মাইকিং করা হলে এলাকাবাসী গরু চোরদের ধাওয়া করেন। এর পূর্বেই চোরেরদল মাসুক মিয়ার গরু দুটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ অভিযানে নামে।
তবে বৃহস্পতিবার ভোরে উপজেলা সদরের নতুন বাজার এলাকা থেকে পিকআপ গাড়িসহ (ঢাকা-মেট্রো-ন-১৪-০৬৯৮) ছয় গরু চোরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। গরুগুলো উদ্ধারের জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এব্যাপারে বাজিতপুর গ্রামের মাসুক মিয়া বলেন, বুধবার গভীর রাতে তার গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি হয়। এসময় স্থানীয় মসজিদে মাইকিং করা হলে এলাকাবাসী চোর দলকে ধাওয়া করেন। তবে এর আগেই চোরদল গাড়ি নিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে জানতে পারি গাড়িসহ ৬ চোরকে আটক করেছে পুলিশ।
বিশ্বনাথ থানার এসআই মনিরুজ্জামান গাড়িসহ ৬ গরু চোরকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা প্রাথমিকভাবে গরু চুরির কথা স্বীকার করেছে। তবে গরুগুলো উদ্ধারের জন্য চেষ্ঠা চলছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।