এম এ আই সজিব ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ধর্ষিতা স্কুল ছাত্রী এখনো সুস্থ হয়নি। হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। অপরদিকে লম্পট রেজাউল হক বাপ্পী মামলা না করতে ছাত্রীর পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে বলে ধর্ষিতার পরিবার থেকে অভিযোগ পাওয়া গেছে।
উলেখ্য সম্প্রতি নবীগঞ্জ উপজেলার টিলাগাঁও কিন্ডার গার্টেন স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী অপি আক্তারকে বিয়ের প্রলোভন দিয়ে শায়েস্তাগঞ্জের মহলুল সুনাম গ্রামে তার ফুফাতো ভাই বাপ্পি ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানাতে টাকার বিনিময়ে রফাদফার চেষ্ঠা করে বাপ্পীর পরিবার।
গত ১০ জানুয়ারি সে অসুস্থ হয়ে পড়লে ওই ছাত্রীর মা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে মহলুল সুনাম গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের পুত্র লম্পট বাপ্পী মামলা না করার জন্য পপির মা আনোয়ারাকে তার সাঙ্গপাঙ্গ দিয়ে হুমকি ধামকি দিচ্ছে।
অন্যদিকে দিন দিন অপির শারিরীক অবস্থার অবনতি হচ্ছে। লম্পটের শাস্তির দাবিতে অপির সহপাঠীরা ক্ষোভে ফুঁসে উঠেছে। তারা মানববন্ধনসহ বিক্ষোভ সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে।