বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: ‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব’—এমন স্লোগানকে সামনে রেখেই “বাহুলের মিরপুর ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়।
বুধবার ও বৃহস্পতিবার স্কুলের নতুন ভবনের সামনে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন পরিচালক বৃন্দ।
নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণ পেয়ে আনন্দে উচ্ছাসিত ছিল শিক্ষার্থীরা। এ যেন নতুন বছরের উপহার পেল তারা।
স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান মাসুম জানান, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্টান কাজ করবে।
আমরা নামে মাত্র ভর্তি ফির মাধ্যমে ভর্তি শুরু করি। আমাদের বিল্ডিংয়ের কাজ প্রায় শেষের দিকে। আগামী ৭ই ফেব্রুয়ারী আমাদের স্কুলের আনুষ্টানিক যাত্রা শুরু হবে।
তিনি আরও জানান, আমাদের ক্লাস মাঠেই শুরু হয়ে গেছে। আমরা ঝড়ে পড়া ছাত্র-ছাত্রীদেরকেই বেশি ভর্তি করছি।