হবিগঞ্জ: হবিগঞ্জ মুক্ত দিবসের অন্যতম নায়ক সদর উপজেলার বহুলা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযুদ্ধা আব্দুল লতিফ ইন্তেকাল করেছেন। ইন্না…রাজিউন।
বৃহস্পতিবার বিকেল ৫টা ২৫ মিনিটে তিনি নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুর ২টায় বহুলা মিয়ার বাড়ী মসজিদের সামনে তার নামাজে জানযা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক গোরস্তানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। কর্মজীবনে তিনি হবিগঞ্জ পৌরসভায় চাকুরী করতেন।