এম এ আই সজিব ॥ ধর্মান্বরিত হয়ে পালিয়ে বিয়ে করেও সংসার করা হল না লিমা সরকার ওরফে লিমা আক্তারের (২০)। নববিবাহিত স্বামী ও তার পরিবারকে বাঁচাতে তার এখন ঠাই হয়েছে থানা হাজতে।
বুধবার বিকালে সদর থানায় আত্মসমপর্ণ করলে পুলিশ তাকে নিরাপত্তা হেফাজতে রাখে। থানায় আটক লিমা জানায়, লাখাই উপজেলার বামৈ গ্রামের মন্টু মিয়ার পুত্র সাবারক মিয়া (২৫) এর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের কারণে এক পর্যায়ে লিমা সরকার সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মগ্রহণ করে। পরে লিমা আক্তার নাম ধারণ করে। এ কারণে লিমার পরিবার তাকে গালমন্দ করে।
গত ২০ ডিসেম্বর লিমা আক্তার তার আত্মীয় হবিগঞ্জ শহরের হরিপুর গ্রামের লিটন বর্মনের বাড়িতে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে চলে আসে। এরপর লিমা ও সাবারক সিলেটে কোর্টের মাধ্যমে বিয়ে করে সেখানেই সংসার শুরু করে।
এ বিষয়ে লিমার মা হবিগঞ্জ সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলা থেকে সাবারক ও তার পরিবারকে বাঁচাতে গতকাল সে থানায় আত্মসমপর্ন করে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।