স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রাম থেকে রোজিনা আক্তার (২০) এক গৃহবধুকে উদ্ধার করেছে পুলিশ। সে ফান্দ্রাইল গ্রামের এনু মিয়ার কন্যা। বুধবার সকালে সদর থানার এসআই আবু নাঈমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রোজিনাকে হাত পা বাঁধা অবস্থায় স্বামী ইসহাক আলীর বাড়ি থেকে উদ্ধার করে। এ সময় ইসহাক আলী পালিয়ে যায়। সে ধল গ্রামের মৃত আজমত আলীর পুত্র। পুলিশ সুত্রে জানা যায়, ৮ মাস আগে রোজিনা ও ইসহাক আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই ইসহাক আলী যৌতুকের জন্য রোজিনার উপর নির্যাতন চালাতো।
গতকাল একই কারণে রোজিনাকে মারপিট করে হাতপা বেধেঁ বাড়িতে আটকে রাখে। বিষয়টি রোজিনার ভাই পুলিশকে জানালে পুলিশ তাকে উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের জিম্মায় দেয়।