বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে মেধাবী শিক্ষার্থী রুহামা ইয়াসমীনকে বুধবার শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করেছেন যুক্তরাজ্যস্থ ‘বাংলাদেশ রিজেনারেশন ট্রাস্ট (বিআরটি)’র নেতৃবৃন্দ। চেক হস্তান্তর করেন বিআরটিয়ের সভাপতি আবদুল মুমিন ইয়াহহিয়া আলকাছ মিয়া, মার্কেটিং অফিসার শেখ আলম, ফাউন্ড রাইজিং অফিসার নাজির আলী, বাংলাদেশ প্রতিনিধি কামাল আহমদ মাছুম। ট্রাস্টেও নেতৃবৃন্দ এসময় উপজেলার অলংকারী ইউনিয়নের কামালপুর গ্রামের শায়েস্তা মিয়ার কন্যা রুহামা ইয়াসমীনকে ১৮ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। উল্লেখ্য ২০১২ সাল থেকে প্রতি মাসে ১ হাজার টাকা কওে রুহামা ইয়াসমীনকে শিক্ষাবৃত্তি দিয়ে আসছে ট্রাস্টটি।