বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রীর আগমন উপলক্ষে সিলেটের বিশ্বনাথে প্রচার মিছিল ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা সদরের উপজেলা আওয়া মীলীগের উদ্যোগে এ প্রচার মিছিল পূর্বে দলীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল আখতারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, আ.লীগ নেতা আমির আলী, শামছু মিয়া, মহব্বত আলী, সেচ্ছাসেবকলীগ নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, যুবলীগ নেতা মখদ্দুছ আলী, আশিক আলী, আলতাব হোসেন, ছাত্রলীগ নেতা ফয়জুল ইসলাম জয় প্রমুখ।