এম এ আই সজিব ॥ হবিগঞ্জ পৌরসভায় টমটমের নাম্বার প্লেইট নিয়ে বাণিজ্যর রহস্য একে একে শুরু হয়েছে। এ নিয়ে দুইদিন ধরে কাউন্সিলর-কর্মচারী ও টমটম মালিকদের মাঝে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা চলছে। অভিযোগ উঠেছে, ব্যাটারী চালিত টমটমের নাম্বার পেইটের ফি ২ হাজার টাকা করে নেয়ার কথা থাকলেও কিন্তু কতিপয় কর্মচারিরা নাম্বার পেট ১০ হাজার থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করছে। এ নিয়ে গত সোম ও মঙ্গলবার কাউন্সিলর-কর্মচারি ও টমটম মালিকদের মাঝে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে। টমটম মালিকরা আরো অভিযোগ করেন নাম্বার পেট ফ্রি লাগানোর কথা থাকলেও কর্মচারিরা প্রতি টমটমে ৫০ থেকে ১শ টাকা করে নিয়ে থাকেন। এ ব্যাপারে সাবেক কাউন্সিলর সালমা আক্তার পারুল, লাভলী সুলতানা, মাহবুবুর রহমান হেলাল ও নুর হোসেন জানান, তারা কোন নাম্বার প্লেইট পাননি।
সালমা আক্তার পারুল, লাভলী সুলতানা জানান প্রয়োজনে আমরা এই দূরর্নীতির বিরোদ্ধে আমরা আপোষ করব না। তারা আরো বলেন যে, প্রয়োজনে আমরা সাংবাদিক সমবেলন করব সাংবাদিক ভাইরা আমাদেও সাহায্য করবেন আমরা আসা করি।
বরং এ বিষয়ে তারা অন্য কাউন্সিলরদের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছেন। এ ব্যাপারে ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম জানান, আমি কিছু জানি না। যা জানার কর্মচারি সিদ্ধারত বিশ্বাস জানে।
টমটম মালিকরা জানান, তাদের ইচ্ছামাপিক টাকা না দিলে নাম্বার পেট দেয়া হয় না।