মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জে ধাতব মুদ্রা নিয়ে বিড়ম্বনায় পড়েছে জনসাধারণ। পরিবহন, ব্যবসা, ব্যাংকসহ কোনো প্রতিষ্টান এ সব মুদ্রার ব্যবহার রাখতে নারাজ তারা। ফলে জনসাধারণ মারাত্বক ভাবে ভোগান্তি শিকার হচ্ছেন। তাদের জমাকরা ধাতব মুদ্রা কি করবেন এমন সমস্যায় ভোগছেনতারা । বাংলাদেশের ৮টি মুদ্রা হিসেবে পরিচিত ১পয়সা, ৫পয়সা, ১০পয়সা, ২৫পয়সা, ৫০পয়সা, ১টাকা,২টাকা ও পাঁচ টাকার মুদ্রা বিনিময়ে ব্যাংক, ব্যবসা প্রতিষ্টানের কেউ বিনিময় করতে রাজি হচ্ছেন না। ফলে ধাতব মুদ্রা নিয়ে বিড়ম্বনায় পড়েছেন সাধারন মানুষ। ১পয়সা, ৫পয়সা, ১০পয়সা ও ২৫পয়সার ব্যবহারের প্রচলন না থাকলেও ৫০পয়সা, ১টাকা,২টাকা ও ৫ টাকার ধাতব মুদ্রা পর্যাপ্ত পরিমানে রয়েছে।
ধাতব মুদ্রা রাখার তাগিদে বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তি জারি করেছে।বিজ্ঞপ্তিতে জানাযায়,কোনো ব্যাংক কারো কাছ থেকে ধাতব মুদ্রা জমা না নিলে সেই ব্যাংককে জরিমানা করা হবে। সোমবার এ ঘোষণা দিয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনা বিভাগ।
জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু লেনদেন অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘বিভিন্ন পত্র-পত্রিকা, ব্যক্তিগত অভিযোগপত্র এবং ফোনের মাধ্যমে প্রাপ্ত অভিযোগ হতে প্রতিভাত হয় যে, তফসিলি ব্যাংকের শাখাগুলো অনেক ক্ষেত্রে তাদের গ্রাহকের নিকট থেকে ধাতব মুদ্রা যথাযথভাবে গ্রহণ করছে না। ফলে ধাতব মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে জনসাধারণ বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন, যা তাদের স্বাভাবিক অর্থনৈতিক লেনদেনে বিঘ্ন সৃষ্টি করছে।’ এজন্য সব তফসিলি ব্যাংককে গ্রাহকের কাছ থেকে মূল্যমান নির্বিশেষে যে কোনো ধাতব মুদ্রা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হল। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘নির্দেশনা লঙ্ঘিত হলে এবং এ বিষয়ে উত্থাপিত অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা লঙ্ঘনের দায়ে ব্যাংক কোম্পানি আইনের সংশ্লিষ্ট ধারার আওতায় অর্থদণ্ড আরোপ করা হবে।