এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দোয়াতপুর গ্রামে প্রতিভা সরকার (৩০) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের যোগেন্দ্র সরকারের স্ত্রী।
গতকাল সোমবার দুপুরে প্রতিভা বিষাক্রান্ত অবস্থায় বাড়িতে ছটপট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। বিকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। প্রতিভার ভাই জানায়, ১০ বছর আগে যোগেন্দ্র সরকারের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর অভাব অনটনের মাধ্যমে সংসার চলে। তাদের একটি পুত্র সন্তান ছিল। চিকিৎসার অভাবে সেও মারা যায়।