আজিজুল হক নাসির: চুনারুঘাট উপজেলার আমু চা বাগানস্থ চিমটিবিল লেনে হিরুই মিয়া (৫০) নামে এক গরু চোরকে হাতেনাতে ধরেছে জনতা। ১১ জানুয়ারী রাত ১টায় চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে উপজেলার
গেরারুক গ্রামের মৃত ইকরাম উল্লার পূত্র হিরা মিয়া ওরফে হিরুই এবং হাতে গণ ধুলাইয়ে শিকার হয়। একই দিন ভোর ৫টায় ঘটনাস্থলে পৌছেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ এবং হিরুইকে বিলম্ব না করে পুলিশে সোপর্দ করার পরামর্শ দেন। চা শ্রমিকরা বর্তমান চেয়ারম্যান সনজু চৌধুরীকে খবর দিয়ে চোর হিরুইকে তার হাতে সোপর্দ করলে চেয়ারম্যান
সনজু চৌধুরী ওয়ার্ড মেম্বার সোদামা বর্মা মারফত চুনারুঘাট থানায় পাঠান। এ ব্যাপারে চিমটি বিলের চা শ্রমিক লক্ষী ভৌমিজের পুত্র দুলাল ভৌমিজ বাদী হয়ে ৪জনকে আসামী করে মামলা দায়ের করেন। অপর ৩ আসামীর নাম জানতে চাইলে চুনারুঘাট থানার এস আই আলমাস বলেন এই ৩জনের নাম প্রকাশ করলে তারা পালিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জি আর মামলায় পালিয়ে থাকা ২ আসামী সিরাজ মিয়া (৪২) পিতা ইন্তাজ উল্লা, জলফু মিয়া (৩৫) পিতা খতিব উল্লাহকে গ্রেপ্তার করেন এস আই হোসেন মিয়া ও সদীপ বড়ুয়া।