মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে : গতকাল শনিবার ভোরে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাংলাবাজার সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রন হারিয়ে একটি সিএনজি অটোরিক্সা খাঁদে পড়ে বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের শৈলারামপুর গ্রামের লিল মিয়ার কন্যা পারভিন বেগম (১৩) নামে এক কিশোরী ঘটনাস্তলেই নিহত হয়েছে।গামেন্টস কর্মী বোনের সাথে ঢাকা থেকে দেখা করে বাড়ি ফেরা হলনা।এতে আহত হয়েছে আরো অন্তত ৫জন।আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্বার করে। অপর আহতরা হলো সিএনজি চালক একই উপজেলার বাংলা বাজারের বাসিন্দা সিনবাদ আহমদ (২২) ব্যক্তি সহ আরো ২জন। সূত্রে জানা যায়, গতকাল ভোর বেলা অনুমান ৬টার দিকে আউশকান্দি কিবরিয়া চত্ত্বর হতে সিএনজি অটোরিক্সা (হবিগঞ্জ-ত:১১-৬৩৪) যোগে নবীগঞ্জ যাওয়ার পথে উল্লেখিত স্থানে বিপরিত দিক থেকে আসা অজ্ঞাত ট্রলির সাথে মূখোমূখি সংঘর্ষ বাধলে হতাহতের ঘটনা ঘটে।