বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে গত শনিবার রাতে চুরি করে পালিয়ে যাওয়ার পথে গরু ও গাড়িসহ ৩ চোরকে আটক করেছেন জনতা। আটককৃতরা হলো-সিলেট সদর উপজেলার সোনাতলা গ্রামের মৃত মনফর আলীর পুত্র মাসুক আহমদ (৩২), একই উপজেলার বলাউরা গ্রামের মৃত আকমল মিয়ার পুত্র সাদ্দাম (৩০) ও জুগিরগাঁও গ্রামের মকরম আলীর পুত্র আবদুস শুকুর (৩৪)।
জানা গেছে, শনিবার দিবাগত রাতে আটকৃতরা একটি পিকআপ গাড়িতে করে (সিলেট ন ১১-১৬১৫) চোরাইকৃত ২টি নিয়ে পালিয়ে যাওয়ার পথে বিশ্বনাথ উপজেলার মুফতির বাজার এলাকায় স্থানীয় জনসাধারনে সন্দেহ হলে তাদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে গাড়িটি একটি বাড়ির পুকুরে পড়ে গিয়ে ১টি গুরু মারা যায়। এসময় গরু ও গাড়িসহ ৩ চোরকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন জনতা।
এব্যাপার থানার ওসি আবদুল হাই বলেন, আটককৃতদেরকে রোববার দুপুরে আদালত প্রেরণ করা হয়েছে।