সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ থেকে ঃ ঐতিহ্যবাহী লস্করপুর সাহেব বাড়ি ফাউন্ডেশন এর উদ্যোগে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক হতদরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
জানা যায়, ১০ জানুয়ারি সকাল সাড়ে ১১ টায় হবিগঞ্জে সদর উপজেলার তরফ রাজ্য রাজধানী ঐতিহ্যবাহী লস্করপুর সাহেব বাড়ির ফাউন্ডেশন এর সদস্য সচিব সৈয়দ সাবওয়াব রেজার উদ্যোগে সদর উপজেলার লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৩ শতাধিক হতদরিদ্র ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ বিতরণকালে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নাছিমা আক্তা, সহকারী শিক্ষক সঞ্জয় দেব, নুরুল আমীন, মাহমুদা আক্তা, আশীষ দাস, সীমা সূত্রধর, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক সিনিয়র সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনুসর, সিলেটের মাই টিভির সাংবাদিক শাহীন আহমদ. লস্করপুর সাহেব বাড়ি ফাউন্ডেশনের নেতৃবৃদের মধ্যে সৈয়দ ফেরদৌস রেজা, সৈয়দ মাহমুদুর রেজা, সৈয়দ আকিকুর রেজা, সৈয়দ মহসিন রেজা, সৈয়দ আশফাক রেজাসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ ও উপস্থিত থেকে স্কুল ব্যাগ বিতরণ করেন। এসময় ফাউন্ডেশনের সদস্য সচিব সৈয়দ সারওয়ার রেজা শিক্ষার্থীর উদ্যেশে বক্তব্য বলেন, স্কুল শিক্ষার্থীদের উপহারের স্কুল ব্যাগ ও পোষাকের মাধ্যমে মেধা বিকাশে উৎসাহিত করতে বৃত্তবানদের এগিয়ে আসা উচিত।