প্রেস বিজ্ঞপ্তি : হবিগঞ্জের চুনারুগাট উপজেলার ঐতিহ্যবাহী মুড়ার বন্দ দরবার শরীফে ৩ দিন ব্যাপী পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হবে। জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারো আগামী ১৩,১৪,ও ১৫ জানুয়ারি তরফরাজ্য বিজয়া হযরত সিপাহসালার সৈয়দ শাহ নাছির উদ্দিন (রঃ) এর রওজা শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
উক্ত ১৩ জানুয়ারি সকাল ১০ টায় বুধবার রজায় গিলাফ ছড়ানোও গোসল ১৫ জানুয়ারি সকাল ১০ টায় এবং দিবাগত রাত ১২.০ ১ মিনিটে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরসের সমাপ্তি হবে। এ পবিত্র ওরস মোবারক সফল করার লক্ষ্যে মুড়ারবন্দ দরবার শরীফের দেশের সকল আশেকান ভক্তবৃন্দসহ এলাকাবসীকে যোগদান করার জন্য মুড়ারবন্দ দরবার শরীফের মেতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সাফি দাওয়া জানিয়েছেন ।