স্টাফ রিপোর্টার,মাধবপুর থেকে : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জাগ্রত শিক্ষক-কর্মচারি কল্যাণ পরিষদের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে দেবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সভায় সংঘটনের সভাপতি ফারুক আহম্মদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাছাদ্দুক আহম্মদের পরিচালনায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির হবিগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুসলিম খান ।
বিশেষ অথিতি বাংলাদেশ শিক্ষক সমিতি মাধবপুর উপজেলার সাবেক সভাপতি ফতেহুল ইসলাম,(অবঃ)প্রধান শিক্ষক আবু হোসাইন আক্তার,প্রধান শিক্ষক নিজাম উদ্দিন,মোশারফ হোসেন খান পলাশ,নিজাম উদ্দিন,মাওলানা আনোয়ারুল হক মীর্জা,বিধু মোহন সাহা,বাবু মিহির চন্দ্র দেব,আনোয়ার হোসেন,সহকারী শিক্ষক আবু ছায়েদ,মাওলানা মুফতি কাজী আব্দুল মজিদ,কাজী জিয়া উদ্দিন প্রমুখ। পরে বঙ্গবীর ওসমানি উচ্চ বিদ্যালয়ের চর্তুথ শ্রেণীর কর্মচারি(দফতরি) সদ্য প্রয়াত হিরা মিয়ার পরিবারের হাতে জাগ্রত শিক্ষক-কর্মচারি কল্যাণ পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করে অথিতিরা।