এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নে ১২/১৫ দিনের পচা এক অজ্ঞাত মহিলার লাশ পাওয়া গেছে। গতকাল কাগাপাশা ইউনিয়নের প্রথমে বোয়ালী বিলে দুপুওে ভাসতে এলাকাবাসী দেখে। পওে ইউপি সদস্য শাফিক মিয়া চৌধুরী বানিয়াচং থানায় খবর দিলে এস আই আব্দুল্লা ইবনে সাইদ ঘটনার স্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পওে সুরতহাল করে ময়না তদত্বেও জন্য হবিগঞ্জ সদও হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এব্যাপাওে এস আই আব্দুল্লা ইবনে সাইদ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন যে লাশের অবস্থা একবারেই খারাপ ছিল। তবে তার মাথার পিছনে বড় আঘাত রয়েছে।
এদিকে এলাকাবাসী সন্ধেহ করছে যে ঐ মহিলাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।