এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ তেঘরিয়া গ্রামে সাহিদ মিয়া (৩৫) নমের এক ব্যক্তির চোখ নষ্ট করে ফেলেছে প্রতিপক্ষের লোক। আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করেছে। সে ওই গ্রামের বাবর আলীর পুত্র। আহত সুত্রে জানায় উত্তর তেঘরিয়া গ্রামের মৃত বাবর আলীর পুত্র আশিক, মামুন ও কামালের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শুক্রবার দিবাগত গভীররাতে উলেখিতরা সাহিদের ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তাকে ও তার স্ত্রীকে মারধর করে। এক পর্যায়ে তার একটি চোখে আঘাত করে চোখ নষ্ট করে দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। দুর্বৃত্তরা আত্মগোপন করেছে।