চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতাঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের অদূরে প্রস্তাবিত ইকনোমিক জোন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। শনিবাার সকাল ১০টায় অনুষ্টিত মানববন্ধনে অবিলম্বে প্রস্তাবিত ইকনোমিক জোন প্রতিষ্ঠার জন্য সরকারের নিকট দাবি জানানো হয়েছে। স্থানীয় আওয়ামীলীগ নেতা মহরম আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, পুরনো ঢাকা-সিলেট মহাসড়কটি স্থানান্তর করায় চুনারুঘাট উপজেলা এক হাজার বছর পিছিয়ে গেছে।ইকনোমিক জোন হলে পিছিয়ে পড়া এই উপজেলা আবারো জেগে উঠবে। এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা মীর সিরাজ আলী, শিক্ষক আরজু মিয়া মাস্টার প্রমুখ। উল্লেখ্য, চান্দপুর চা বাগানের অদূরে সরকারি সমতুল ভূমিতে সরকার ইকনোমিক জোন প্রতিষ্ঠার উদ্দ্যোগ নিয়েছে। কিন্তু চা শ্রমিকরা ওই ভূমিতে ইকনোমিক জোন না করার দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন করছে। এ নিয়ে চুনারুঘাট উপজেলাবাসী ও চা শ্রমিকরা বিভক্ত হয়ে পড়েছেন।