শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে টমটম উল্টে ৫ স্কুল ছাত্র আহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শায়েস্তাগঞ্জ থানা এলাকার উদয়ন আবাসিক এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ থানা এলাকায় ইসলামী একাডেমির ৫ স্কুল ছাত্রকে নিয়ে রওয়না দেয় টমটমটি। উদয়ন আবাসিক এলাকায় পৌছলে বাম দিকে দাড়ানো একটি টমটমকে ধাক্কা দিলে স্কুলের ছাত্র নিয়ে আসা টমটমটি উল্টে যায়। এতে ৫ স্কুল ছাত্র আহত হয়েছে।
তাৎক্ষণিক আহতের নাম পরিচয় জানা যায় নি।
স্থানীয় ব্যবসায়ী মহিউদ্দিন মাসুম বিষয়টি জানিয়েছেন।