এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোয়ালনগর গ্রামে জমি দখল নিয়ে দুই দল লোকের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের রতীকান্তের সাথে সুজিত দাসের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় সুজিত দাসকে সিলেট প্রেন করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় বিশ্বজিৎ দাস (৩০), সুজিত দাস (৩৫) ও সুনীল দাস (৫০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর উত্তেজনা বিরাজ করছে।