এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কোর্য়াটার এলাকা মাদকাসক্তদের অভয়রাণ্যে পরিণত হয়েছে।
প্রতিদিনই কোয়ার্টারগুলোর বারান্দায় বসে মাদকসেবীরা মাদক সেবন করছে। ফলে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটছে।
গতকাল শুক্রবার দুপুরে শহরের যশেরআব্দা এলাকার সিরাজ মিয়ার পুত্র অটোরিকশা চালক জাহাঙ্গীর (২০) এক রোগীকে নিয়ে কোয়ার্টারের থাকা একজন ডাক্তারের বাসায় যায়। রোগীকে দিয়ে ফেরার পথে ওই অটোরিকশা চালক মাদকসেবীদের কবলে পড়ে। তারা তাকে সিগারেটের নাম করে গাঁজা সেবন করায়। এতে চালক চেতনা হারালে মাদকসেবীরা তার রিকশাটি নিয়ে চম্পট দেয়। পরে জাহাঙ্গীরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।