বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচঙ্গে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে ৪৫ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করে পুলিশ। শুক্রবার মধ্যরাতে রতœাবাজার এলাকায় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের মহিদ মিয়ার পুত্র কামাল মিয়া (২৫) ও সিলেট জেলার সোনাটিলা গ্রামের মোশাহিদ মিয়ার পুত্র রুবেল (২২)।
আজমিরীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, রতœাবাজার এলাকায় সিএনজি অটোরিকশা চেক করার সময় স্কুল ব্যাগে থাকা ৪৫ বোতল ইন্ডিয়ান হুইস্কিসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তারা হুইস্কিগুলো সিলেটের জাফলং সীমান্ত এলাকা থেকে আজমিরীগঞ্জে নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন এসআই সহিদ উদ্দিন।