বানিয়াচঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে বিষপান করে সোনিয়া আক্তার নামে ৯ম শ্রেনীর এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
সে উপজেলার সৈদ্যোরটুলা গ্রামের কাজল মিয়ার কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পরিবারে লোকজনের অগোচরে বিষপান করে ছটপট শুরু করে। পরিবারের লোকজন বিষয়টি আচ করতে পেরে তাকে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
রাত ১০টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে স্থানীয় হাইস্কুলের ৯ম শ্রেনীর ছাত্রী। তবে কি কারনে সোনিয়া আত্মহত্যা করেছে তার কারন জানা যায়নি।