হবিগঞ্জ প্রতিনিধি : জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও এমপি আবু জাহির গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর আহবায়ক ফরহাদ হোসেন কলি বলেছেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নে মিডিয়ার গুরৃত্ব অপরিসীম। মিডিয়াতে যদি খেলাধুলার সংবাদ প্রচার হয় তাহলে পৃষ্টপোকরাও উৎসাহবোধ করেন।
হবিগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়নেও মিডিয়া সব সময় পাশে ছিল। আধুনিক স্টেডিয়াম বাস্তবায়নেও মিডিয়া ছিল স্বোচ্ছার। এমপি আবু জাহির টুর্ণামেন্ট সফল করতে অতীতের ন্যায় মিডিয়া পাশে থাকবে এই প্রত্যাশা আমার।
বৃহস্পতিবার সন্ধ্যায় আধুনিক স্টেডিয়াম সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মিডিয়া কমিটির আহবায়ক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের সঞ্চালনায় ফরহাদ হোসেন কলি আরও বলেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাক অ্যাডভোকেট আবু জাহির এমপির প্রচেষ্ঠায় হবিগঞ্জবাসী আধুনিক স্টেডিয়াম পেয়েছে।
তিনি নিজে পৃষ্টপোষকতা করছেন এমপি আবু জাহির গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, এমপি আবু জাহির প্রিমিয়ার ক্রিকেট লীগ এর। এবার এমপি আবু জাহির গোল্ডাকাপ ফুটবল টুর্ণামেন্ট এর চতুর্থ আসর।
জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের যৌথ আয়োজনে শক্তিশালী ৮টি জেলা অংশ গ্রহণ করবে। টুর্ণামেন্ট এর বাজেট হল ১০ লাখ ৬৯ হাজার টাকা। অধিকাংশ টাকা ব্যয় হবে অংশগ্রহণের সম্মানী হিসাবে। এছাড়াও চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা এবং রানার্স আপ দল পাবে ৩০ হাজার টাকা। পর পর তিনবার চ্যাম্পিয়ন হলে মূল গোল্ডকাপ প্রদান করা হবে। এমনিতে দেয়া হবে রেপ্লিকা ট্রপি।
তিনি আরও জানান, হবিগঞ্জের ইতিহাসে সেরা উদ্বোধনী অনুষ্ঠান হবে এটি।উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠ শিল্পি মমতাজ বেগম এমপি, চিত্র নায়িকা মৌসুমী,ক্লোজ আপ -১ তারকা রিংকু পাওয়ার বয়েজ তারকা সজল ও টিনা মোস্তারি। ১২ জানুয়ারী উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করবে সুনামগঞ্জ বনাম নরসিংদী। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত টুর্ণামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য দলগুলো হল, ঢাকা, টাঙ্গাইল, নারায়নগঞ্জ, নোয়াখালী, মৌলভীবাজার ও স্বাগতিক হবিগঞ্জ জেলা। টুর্ণামেন্ট এর ফাইনাল খেলায় একজন মন্ত্রী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জিয়াউল হাসান তরফদার মাহিন, সদস্য মঈন উদ্দিন তারুকদার সাচ্চু, সফিকুজ্জামান হিরাজ, অ্যাডভোকেট বিভৎসু চক্রবর্তী বিভু, হুমায়ুন কবির চৌধুরী শাহেদ ও জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ফহিদুর রহমান লাল।