নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তিনটি ফার্মেসীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃস্পতিবার সকাল ১১টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক সেজুতি ধর এ জরিমানা করেন।
ফার্মেসীগুলো হল- হাজী লাল মিয়া ফার্মেসীকে ২ হাজার, তালুকদার ফার্মেসীকে ২ হাজার ও গাউছিয়া ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার এসআই সামিউল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- এসব ফার্মেসীতে ময়লা আর্বজনা, নবায়নবিহীন লাইসেন্স থাকায় জরিমানা করা হয়েছে।