হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইয়াং টাইগার অনুর্ধ-১৪ ক্রিকেটের সিলেট অঞ্চলের খেলায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা। হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে শনিবার ফাইনাল খেলায় তারা মৌলভীবাজর জেলাকে ৮০ রানে পরাজিত করে।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে সিলেট জেলা দল নির্ধারিত ৫০ ওভাওে ১২৪ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে সালমান হোসেন ৪৫,এম বি আশরাফ ১৪ রান সংগ্রহ করে। মৌলভীবাজারের শান্ত, তন্ময় ও আজিজুল ২টি করে উইকেট লাভ করে। জবাবে সিলেটের ক্ষুদে ক্রিকেটার আবু বক্কর আহমেদের মারাত্ব বোলিংএ মৌলভীবাজার ২৫.৩ ওভারে ৪৪ রান করে অল আউট হয়ে যায়। আবু বক্কর ১৩ রানে ৬ উইকেট লাভ করে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবদুর রউফ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সাধারন সম্পাদক আমিনুর রশীদ এমরান, যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু ও আবুল কালাম।
প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির আধুনিক স্টেডিয়ামে ভবিষ্যতে আন্তর্জাতিক টুর্ণামেন্ট আয়োজনের ঘোষনা দেন।