মোঃ রহমত আলী ॥ পুত্র সন্তান জন্ম না দিতে পাড়ায় স্ত্রীকে বেধরক ভাবে পিটিয়ে আহত করেছে পাষন্ড স্বামী। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (৬ডিসেম্বর) শহরতলীর পশ্চিম ভাদৈ গ্রামে। হাসপাতাল সূত্রে জানাযায়, হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ওই গ্রামের মৃত আব্দুস ছত্তার মিয়ার পুত্র এমদাদ মিয়া (২৫) এর সাথে প্রায় ৫বছর পূর্বে একই ইউনিয়নের দিঘলবাগ গ্রামের ইয়াব মোহাম্মদ মিয়ার কন্যা রোজিনা বেগম (২০)এর বিয়ে হয় । বিয়ের পর রোজিনা স্বামীর সংসারে সুখ-শান্তিতে ছিল। দাম্পত্য জীবনে তাদের কোল জোড়ে আসে পরপর দু’টি কন্যা সন্তান। রোজিনার গর্ভে কন্যা সন্তান জন্ম নেয়ায় এমদাদ মিয়া তা মেনে নেন না। পুত্র সন্তানের জন্য এমদাদ দ্বিতীয় বিয়ের জন্য মরিয়া হয়ে উঠেন।
কয়েক মাস ধরে দ্বিতীয় বিয়ের অনুমতি দেয়ার জন্য রোজিনাকে চাপ সৃষ্টি করে আসছে এমদাদ। স্বামীর এমন প্রস্তাবে রোজিনা সম্মতি না দেয়ায় তার উপর শুরু করে এমদাদ শারিরীক নির্যাতন। বুধবার সকালে এমদাদ রোজিনাকে লাঠিপেটা শুরু করলে সে গুরুতর আহত হয়। রোজিনাকে মারপিটের খবর শুনে তার ভাই দিঘলবাগ গ্রাম থেকে এসে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।