স্টাফ রিপোটার।।
গত ৩০ ডিসেম্বর হবিগঞ্জের মাধবপুরে পৌর নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এক কাউন্সিলর প্রার্থী।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, পৌর সভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ মনির উদ্দিন পাঠান (পাঞ্জাবি) ও আবুল বাশার ( পানির বোতল ) প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নেন। নির্বাচনের দিন মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিজাইটিং অফিসার মাধবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছাঃ উম্মে কুলসুম বিথি সহ অফিসাররা কাউন্সিলর প্রার্থী আবুল বাশার (পানির বোতল) এর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে ভোট গ্রহন ধীরগতিতে করেন। নির্বাচনে ভোট গননার আগেই কাউন্সিলর প্রার্থী মনির উদ্দিন পাঠান (পাঞ্জাবি)র এজেন্টদের কাছ থেকে জোর পূর্বক স্বাক্ষর নেন। ভোট গননার আগেই প্রার্থী মনির উদ্দিন পাঠান সহ তার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয় এবং অফিসারদের পকেটে থাকা পানির বোতল মার্কা সীল মারা ব্যালট পরিবর্তন করা হয়। যা মুঠি বইয়ের সাথে মিলালে বেরিয়ে আসবে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভোট গননার সময় পাঞ্জাবি মার্কা ব্যালট পেপার প্রতিপক্ষের পানির বোতল মার্কা এর ব্যালট পেপারের ভিতরে ডুকিয়ে কারচুপি করা হয়। তাছাড়া পাঞ্জাবি মার্কা ব্যালট পেপার ১২০ টি কে ১০০ ব্যালট পেপার হিসাবে গননা করে।
অভিযোগ সুত্রে আরো জানা যায়, প্রিজাইটিং অফিসার সহ অন্যরা পানির বোতল মাকার ৮০ টি ব্যালট পেপার ১০০ টা করে গননা করে প্রতি পক্ষকে বিজয়ী ঘোষনা করেন।
অপরদিকে নির্বাচনে ফলাফল ঘোষনার সাথে সাথেই কাউন্সিলর প্রার্থী মনির উদ্দিন পাঠান পূনঃ ভোট গননা করার জন্য উপজেলা রিটানিং অফিসার উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম বরাবর একটি আবেদন করেন।
পূনঃ ভোট গননার জন্য গত ৪ জানুয়ারী মোঃ মনির উদ্দিন পাঠান জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আরেকটি লিখিত আবেদন করেছেন এবং প্রধান নির্বাচন কমিশনার , হবিগঞ্জ জেলা প্রশাসক, উপজেলা রিটানিং কর্মকতা, হবিগঞ্জ প্রেস ক্লাব কে অনুলিপি দিয়েছেন।