মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া নামক স্থানে অভিনব কায়দায় ডাকাতি সংঘটিত হয়েছে।
সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ জনতার সহযোগিতায় আরজু মিয়া (৪০) নামে এক ডাকাতকে আটক করেছ।
ডাকাতির কবলে পরা মাইক্রো চালক ইকবাল হোসেন জানান- ঢাকা বিমানবন্দর থেকে দুবাই প্রবাসী শাহাব উদ্দিনসহ কয়েকজন যাত্রীকে নিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ যাবার পথে উপজেলার বেজুড়া নামক স্থানে পৌঁছলে তাদের গাড়িতে প্রথমে বড় পাথর দিয়ে ঢিল নিক্ষেপ করে। বিকট শব্দ হলে গাড়ি থামিয়ে নিচে এলে ওঁৎ পেতে থাকা ডাকাতদল তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ৪টি মোবাইল ফোন, গাড়ির লাইসেন্স, ১টি পাসপোর্ট নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে জনতার সহযোগিতায় হবিগঞ্জ সদর উপজেলার মশাজান গ্রামের হরমুজ আলীর ছেলে ডাকাত আরজু মিয়াকে আটক করা হয়।
থানার উপ-পরিদর্শক (এসআই) মহরম আলী জানান- ডাকাত আরজু মিয়াকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গীয় ডাকাতদের নাম পরিচয় জানা গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।