স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর বহুলা গ্রামে জাবেদ আলী (৩০) নামে এক মাদকসেবীকে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সে ওই গ্রামের আরব আলীর পুত্র। গতকাল রবিবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপসহকারি পরিদর্শক শাহ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে জাবেদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় নিষিদ্ধ ১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের কার্যালয়ে হাজির করা হলে আদালত তাকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।
গতকালই তাকে কারাগারে প্রেরণ করা হয়।