স্টাফ রিপোর্টার ॥ শহরের রাজনগর এলাকায় গত পৌর নির্বাচনে বিপক্ষে প্রচারণা চালানোর কারণে শামীম আহমেদ (৪০) নামের এক ব্যক্তিকে পিঠিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে রাজনগর কবরস্থান সড়কের নোয়ার মিয়ার পুত্র। আহত শামীম নিজেকে রাজনগর ওয়ার্ড যুবলীগের কর্মী দাবি করে জানায়, নৌকার পক্ষে প্রচারণায় অংশ নেয়ায় একই এলাকার ছাত্রদল কর্মী জয়নাল আবেদীনসহ একদল লোক তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল রবিবার বিকালে তাকে রাস্তায় একা পেয়ে পিঠিয়ে আহত করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।