মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি।। ঢাকা-সিলেট মহা সড়কের রতনপুর টু ফান্দাউক সড়কটি একটি যান চলাচলের উল্লেখযোগ্য রাস্তা। প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে। কিশোরগঞ্জ, নাসিরনগর সহ বহু এলাকার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করছে প্রতিনিয়ত।
কিন্তু এর বেহাল দশার বলার আর কিছুই নেই। ইতোমধ্যে কয়েকটি স্থানীয় ও জাতীয় পত্রিকায় বারবার ছাপা হয়েছে এর খবর। যাইহোক পরিশেষে দেখা গেল সংস্কারের, এতে যেন প্রাণ ফিরে পেয়েছে যানবাহন চলাচলকারী ও যাত্রীরা।
এলাকাবাসী সবার দাবী রাস্তাটির জরাজীর্ণ পরিস্থিতি যেন মরণফাদে না পেলে এ দিকে প্রশাসনের দৃষ্ঠি রাখা খুবই জরুরী। এবং বর্তমান সরকারের উন্নয়ের ধারা যেন টিকাদাররা তাদের অব্যবস্থাপনায় নষ্ঠ না করে সেদিকেও সজাগ থাকার দাবী জানিয়েছেন।