মোঃ রহমত আলী ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর-ইকরাম সড়কে অটোরিক্সা টমটম খাদে পড়ে ৫যাত্রী আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হল পাপ্পু (২২), সায়েম (৮), হর লাল পাল (৬০), মমতাজ বিবি (৭০) ও পরেশ সুত্রধর (৬০)। আহতরা জানায়, রোববার (২জানুয়ারী) দুপুরে ইকরাম থেকে যাত্রী নিয়ে অটোরিক্সা টমটম সুজাতপুরের উদ্যোশে রওয়ানা হয়। টমটমটি সুজপতপুরের অদূরে পৌছলে চালক এর নিয়ন্ত্রণ হারিয়ে পেলে। এসময় টমটমটি যাত্রী নিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায় এতে উল্লেখিত যাত্রী আহত হয়।