স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি অগ্নিকোণা গ্রামে নুরুন্নাহার (২০) নামের এক অন্তঃস্বত্তা গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। মায়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ শ্বশুর বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ নিয়ে অনেক নাটকের পর অবশেষে লাশ গৃহবধুর মা ও ভাইয়ের জিম্মায় দেয়া হয়েছে। জানা যায়, ২ বছর আগে ওই গ্রামের মুকিদ মিয়ার সাথে ধল গ্রামের মৃত সিরাজ মিয়ার কন্যা নুরুন্নাহারের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নুরুন্নাহারের উপর নির্যাতন চালায় মুকিদ। বেশ কয়েকবার মুকিদকে যৌতুকের টাকা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় নুরুন্নাহারকে শহরের একটি ক্লিনিকে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর সেখান থেকে লাশ নিয়ে তড়িগড়ি করে দাফনের চেষ্ঠা চালায়। নুরুন্নাহারের মা ও ভাই গিয়ে লাশ তাদের জিম্মায় দিতে চাইলে না দেয়ায় সন্দেহের সৃষ্টি হয়। শুক্রবার রাতে তারা থানায় অভিযোগ করেন নুরুন্নাহারকে হত্যা করে লাশ দাফন করার প্রস্তুতি নেয়া হচ্ছে। খবর পেয়ে সদর থানার এসআই কৃষ্ণ মোহনের নেতৃত্বে একদল পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। শনিবার দিনভর দুই পরিবারে নাটকের পর রফাদফার বিনিময়ে বিষয়টির সমাধান হওয়ায় পুলিশ লাশ নুরুন্নাহারের মা ও ভাইয়ের জিম্মায় দেয়। এ ব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, নুরুন্নাহারের মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছিল।