এম এস জিলানী আখনজী,চুনারুঘাট প্রতিনিধি : সারা দেশের ন্যায় চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সবকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামল্যে ̈ নতুন বই বিতরন করা হয়েছে। নতুন বছরের ১ম দিনেই সকল ̄স্কুল/মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। এ উপলক্ষে ̈ আমুরোড হাইস্কুল এন্ড কলেজ,কালিশিরি জুনিয়র সরকারী হাইস্কুল,উদয়ন জুনিয়র হাইস্কুল ,গাদিশাল সরকারী প্রথমিক বিদ্যালয়,ঘনশ ̈ামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,জারুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, শুকদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়েসহ ইমাম আহমদ রেযা-শাহ শামছুদ্দীন আখন্জী (রহ:) সুন্নিয়া দাখিল মাদধাসায় সারাদিন বই বিতরন করা হয়।
এ সময় শিক্ষার্থীদের মাজে বই বিতরন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবীর,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুনাইদ আহমদ,উপজেলা মাধ ̈মিক শিক্ষা অফিসার শামছুল হক, ইউ,পি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু,আমুরোড বাজার পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আ: রহমান আজাদ,আমুরোড হাই ̄স্কুল এন্ড কলেজের অধ ̈ক্ষ আলাউদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ইউনিয়ন আওয়ামীলী গের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,প্রধান শিক্ষক মতিউর রহমান,রানা প্রসাদ ঘোস,ইউনুছ মিয়া আকমল,আবুল কালাম শামছুদ্দীন ,ফুল মিয়া,দিদার মিয়া,ছালেহ অহমেদ বিপলু,তারা মিয়া মাষ্ঠার,আ: মালেক মাষ্ঠার,শান্ত কুমার সিংহ,তরিন আ৩ার,প্রধান শিক্ষক এনামুল হক,জালাল উদ্দিন ও স্তানীয় যুবলীগ সম্পাদক শফিকুর রহমান সাফু প্রমূখ।