স্টাফ রিপোর্টার,মাধবপুর থেকেঃ
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ১৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান-শুক্রবার রাত (১জানুয়ারী) ২ দিকে মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েক সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাহেব নগর এলাকায় অভিযান চালিয়ে ১৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। একই দিন রাজেন্দ্রপুর বিওপির নায়েব সুবেদার আজিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াগাওঁ এলাকায় অভিযান চালিয়ে ৫২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চুরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মদের মূল্য নির্ধারণ করা হয়েছে ২লক্ষ ৯৫ হাজার ৫ শ টাকা।