হামিদুর রহমান,মাধবপুর থেকেঃ
হবিগঞ্জের মাধবপুরে তীব্র শীতে দুস্ত,অসহায় শীতার্থদের মাঝে উঞ্চতা ফিরিয়ে দিতে শীত বস্ত্র বিতরণ করেছে স্থানীয় ২০ জন যুবক। ’আমরা কয়েকজন যুবক ’’সংগঠনে ব্যানারে শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র(কম্বল) বিতরন করা হয়েছে শুক্রবার দুপুরে উপজেলা মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে প্রায় ২ শতাধিক দুস্ত মানুষের মধ্যে শীতবস্ত্র(কম্বল) বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মনতলা শাহজালাল দারুল সুন্নাহ মাদ্রাসার প্রেন্সিপাল আলহাজ্ব্ মাওলানা নুরুজ্জামান, আউলিয়াবাদ আরকে উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আরিফুর রহমান আরিফ , মোঃ আলামিন, মোঃ রাসেল মিয়া, মোঃ ইউসুফ মিয়া, মোঃ সুমন মিয়া, মোঃ টিটু মিয়া, মোঃ সাদ উল্লাহ সাদ আরিফ, মোঃ শিহাব উদ্দিন, মোঃ জিসান মিয়া, মোঃ সাইমন মিয়া, মোঃ সোয়েব মিয়া, মোঃ মিশু মিয়া, রনি দেব, মোঃ সজিব মিয়া, মোঃ বাশার মিয়া,পরিতোষ দেব, মোঃ নিজাম উদ্দিন,মোঃ আলমগীর মিয়া,মোছাঃ খানম বেগম, মোঃ ওলি উল্লাহ,মোঃ আশিকুল ইসলাম,শাহনুর প্রমুখ।