বিশেষ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ জংশন এলাকায় চোরাই বিদ্যুত ব্যবহৃত হচ্ছে। প্রভাবশালী ও অসাধু কিছু রেলওয়ে কর্মচারিদের সহযোগিতায় ওই এলাকার বাসাবাড়িতে অবৈধভাবে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। ফলে সরকার হাজার হাজার টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে।
সম্প্রতি ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এসব বিদ্যুত বিচ্ছিন্ন করে জরিমানা করেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর আবারো অবৈধভাবে বিদ্যুত সংযোগ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে একটি অসাধু চক্র।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসার ভাড়াটিয়া জানান, প্রতি মাসে তারা ৩শ থেকে ৫০০টাকা করে উলেখিতদের দিয়ে যাচ্ছেন। সরেজমিনে দেখা যায় ওই এলাকায় প্রায় শতাধিকেরও বেশি বাসা ও দোকান রয়েছে। এসব দোকানে অবৈধভাবে হিটার, ফ্রিজ ব্যবহার করা হচ্ছে।