নিজস্ব প্রতিনিধি:- হবিগঞ্জ সদর উপজেলার নব গঠিত ১১নং ব্রাম্মনডুড়া ইউনিয়নের আওয়ামিলীগের সম্ভাব্য চেয়ারম্যান পার্থী নুরুল ইসলাম সর্দারের গনসংযোগ। শুক্রবার সকালে থেকে ইউনিয়নের সুচিউড়া, নোওয়াগাও গ্রামে তিনি গনসংযোগ করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় তার সাথে ছিলেন
ডা. হাবিব,প্রভাষক মো: শাহীন মিয়া, ইউসুফদ আলী, আ: গণি, মো: ইদ্দিছ মিয়া, মো সালেক মিয়া, মো: আ: কাদির, মো অাঃ বাছির, মোঃ মহন মিয়া,আঃ মালেক চৌঃ, দুলাল চৌঃ,লিয়াকত মিয়া, টুকু মিয়া,শামিম খান, ফুরুক মিয়া প্রমূখ