এম এ আই সজিব ॥ ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পুলিশের অভিযানে আটক ২ শতাধিক মোটরসাইকেল যাচাই বাছাই করে বেশীরভাগ ছেড়ে দেয়া হয়েছে। তবে কাগজপত্র না থাকায় ১৫টি মামলা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত সদর থানায় শত শত সাইকেলের মালিকরা ভিড় করেন। পরে এসআই মিজানুর রহমান ও পুলিশ সদস্য কর্ণমুনি যাচাই বাছাই শেষে কাগজপত্র সঠিক থাকায় শতাধিক মোটরসাইকেল ছেড়ে দেয়া হয়। এছাড়া যাদের কাগজপত্র নেই, তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়।