স্টাফ রিপোর্টার ॥ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি শামছু মিয়া চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবিরা তার জামিনের আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন। উলেখ্য গত সোমবার গভীররাতে পুলিশ অভিযান চালিয়ে শামছু মিয়া চৌধুরীসহ এডভোকেট সালাউদ্দিন হেলালকে আটক করে কারাগারে প্রেরণ করেন। পুলিশ জানায় শামছু মিয়া চৌধুরীকে ৫৪ ধারায় হেলালকে বিস্ফোরক আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়।