মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
বুধবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এ পৌরসভায় মেয়র পদে দুইজন, কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন প্রাথী প্রতিদ্বন্ধিতা করছেন।
মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ১৬০ জন। পুরুষ ভোটার ৬ হাজার ৭ ৮৯ জন ও মহিলা ভোটার ৬হাজার ৩৭১জন।
এপর্যন্ত কোথাও অপ্রীকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল ৮ থেকে ৯ পর্যন্ত ঘনকুয়াশা থাকায় ভোটারের উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে।
১ নং কেন্দ্র পৌর দাখিল মাদ্রাসার প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম জানান, এ কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৯৪০জন। দুই ঘন্টায় প্রায় ৫শ ভোট গ্রহণ করা হয়েছে।
রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল ইসলাম জানান, মাধবপুর পেরসভায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। কোথাও অপ্রীকর ঘটনা ঘটেনি।