হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে শান্তিপূর্ণভাবে পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা পর্যন্ত হবিগঞ্জের ৫ পৌরসভার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে।
হবিগঞ্জ পৌরসভার কয়েকটি কেন্দ্র সরেজমিন ঘুরে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।
কথা হয়, হবিগঞ্জ টিচার্স ট্রেনিং পরীক্ষণ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কবির আহমেদের সঙ্গে।
তিনি জানান- তার কেন্দ্রে ২ হাজার ১৯ ভোট রয়েছে। ভোটাররা শান্তিপূর্ণভাবেই ভোট প্রদান করছেন।
বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাইদুর রহমান জানান- এ কেন্দ্রে ৩ হাজার ৩১ ভোট রয়েছে। এখানে ১২টি বুথে ভোটাররা শান্তিপূর্ণভাবেই ভোট প্রদান করছেন।
জে কে অ্যান্ড এইচ কে উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আবু সিদ্দিকী আকন্দ জানান- কেন্দ্রে ২ হাজার ৯৫৬ ভোট। ভোটাররা শান্তিপূর্ণভাবেই তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
হবিগঞ্জের পাঁচটি পৌরসভায় (হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ, চুনারুঘাট ও মাধবপুর) ১ লাখ ৮১৩ জন ভোটারের মধ্যে নারী ৫০ হাজার ২৩৯ এবং পুরুষ ৫০ হাজার ৫৭৪ জন। এ পাঁচ পৌরসভায় ৫৭টি কেন্দ্রে ২৭২টি কক্ষে ভোট গ্রহণ হচ্ছে।