হবিগঞ্জ এগ্রো অফিসারস এসোশিয়েসনের বিদায় সংবর্ধনা।
হবিগঞ্জ এগ্রো অফিসারস এসোশিয়েসনের সম্মানিত উপদেষ্টা মো :কামরুল অালম এর বিদায় সংবর্ধনা।
ফারুক খাঁন এর সভাপত্তিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বিদায়ী ও সংগঠনের উপদেষ্টা কামরুল আলম, সাধারন সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, সিনিয়র সদস্য মো: নুর হোসেন, উত্তম কুমার, মিজানুর রহমান সুমন, আহসান হাবিব টগর, কুসুম দত্ত, সাইফুল ইসলাম, আবু বক্কর, কাজি শহিদুল , একরামুল, আনোয়ার হোসেন বিপ্লব, হাবিবুর রহমান হাবিব প্রমূখ। পরে সবাই বিদায়ী অফিসার কামরুল আলম কে ক্রেষ্ট প্রদান করা হয়।