এম এ আই সজিব ॥ ৩০ ডিসেম্বর হবিগঞ্জের ৫ পৌরসভায় ভোট গ্রহণের লক্ষ্যে আইন শৃংখলা বাহিনীর বিশেষ নিরাপত্তায় ব্যালট বাক্স, ভোটের বাক্স, সিলসহ সকল জিনিসপত্র পৌছানো হয়েছে।
আগামী বুধবার হবিগঞ্জের ৫ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। ফলে গতকাল সোমবার জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারিদের ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। পুলিশের পাশা-পাশি আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি ও র্যাব টহল দিবে। প্রতিটি উপজেলায় ভাম্যমান আদালত থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরাও ভ্রাম্যমান আদালত পরিচালনায় নিয়োজিত থাকবেন। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়া পৌর নির্বাচনে প্রচারণা গতকাল রাত ১২টায় শেষ হয়েছে।
বিধি অনুযায়ী, ভোটের ৩২ ঘণ্টা আগে প্রার্থীদের সব ধরনের প্রচারণা শেষ করার বিধান থাকায় গতকাল মধ্য রাতের আগেভাগেই প্রচারণা শেষ করেছে প্রার্থীরা। এদিকে ২৯ ডিসেম্বর রাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে কমিশন। তবে রির্টানিং অফিসারের অনুমতি সাপেক্ষে সংবাদপত্র ও আইন শৃংঙ্খলা রক্ষার কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে। এ ক্ষেত্রে কোন বিধি নিষেধ থাকছে না। নির্বাচনে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র।
গতকাল সোমবার থেকে ৩১ ডিসেম্বর হবিগঞ্জের পৌরসভায় চার দিনের জন্য ২ পাটুন করে বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। বিজিবির পাশাপাশি পুলিশ, র্যাব ও আনসার সদস্যও মোতায়েন থাকবে। নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, জেলার ৫ পৌরসভায় মোট ৫৭টি কেন্দ্র রয়েছে। এর মাঝে ৫৩টিকেই ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে জেলা প্রশাসন। হবিগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে হবিগঞ্জ পৌরসভায় ৪৪১২০ জন ভোটার রয়েছেন। ১৮টি কেন্দ্রে ভোট কক্ষ রয়েছে ১১৮টি। চুনারুঘাট পৌরসভায় ভোটার সংখ্যা ১২১৬৮ জন। ভোট কেন্দ্র ১১টি, কক্ষ ৩২টি। মাধবপুরে ১৩১৬০ জন ভোটার রয়েছে। ৯ ভোট কেন্দ্রে কক্ষ সংখ্যা ৩১টি। শায়েস্তাগঞ্জে ১৫১৯৭জন ভোটার রয়েছে। ৯ কেন্দ্রে ভোট কক্ষ রয়েছে ৪১টি। নবীগঞ্জে ১৬১৬৫ জন ভোটার রয়েছেন। ১০ ভোট কেন্দ্রে কক্ষ রয়েছে ৫০টি। ৫ পৌরসভায় মোট ভোটার হলেন, ১ লাখ ৮১৩ জন। ৫৭টি ভোট কেন্দ্রে ২৭২টি কক্ষে ভোট গ্রহণ হবে।
জেলা সহকারি রির্টানিং অফিসার বলেন, নির্বাচনে কোন প্রকার অনিয়ম করতে দেয়া হবে না। যেকোন মূল্যে এ সব পৌরসভায় অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা কাজ করছি। তিনি আরও বলেন, ৫ পৌরসভার জন্য পৃথক পৃথক রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ হয়েছেন। মাঠের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মোতায়েন রয়েছে। তাই কাউকে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না।