বাহুবল প্রতিনিধি : বাহুবল উপজোলার লামাতাশী ইউনিয়নের করেরগাঁও মুদাহরবাদ গ্রামের মানুষের র্দীঘ দিনের চাহিদা পূরন হল, এমপি কেয়া চৌধুরীর বিদ্যুৎ বরাদ্ধের মাধ্যমে। গতকাল বিকাল ৩টায় দুই গ্রামের মানুষের মধ্যে উৎসব মূখর আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ সময় এমপি কেয়া চৌধুরীর প্রতি কৃঙ্গগতা জানিয়ে এলাকাবাসী তাদেও র্দীর্ঘ দিনের দূভোগের কথা তুলে ধরেণ। এ সময় এমপি কেয়া চৌধুরী বলেন, “ আওয়ামীলীগ জনগনের দল। নৌকা জনগনের প্রতীক আওয়ামীলীগের জনপ্রতিনিধি হিসাবে আমি চাই অনগ্রসর এলাকায় আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার জনগনের কাছে পৌছে দিতে। আমরা জনগনের সেবা করতে চাই। তাই আসুন, আওয়ামীলীগকে সর্মথন দেই। দেশকে এগিয়ে নিতে নৌকাকে সর্মথন দৌয়ার মধ্যদিয়ে বঙ্গবন্ধুর কন্যার হাত-কে শক্তিশালী করি।” উল্লেখ্য বাহুবল উপজোলার লামাতাশী ইউনিয়নের করেরগাঁও মুদাহরবাদ গ্রামে বিদ্যুৎ সঞ্চাল এমপি কেয়া চৌধুরীরর বিশেষ বরাদ্ধের মাধ্যমে বাস্তবায়ন হয়েছে।
উদ্ধোধন অনুষ্ঠানে আর যারা বক্তব্য রাখেন, জনাব আলহাজ¦ ডাঃ মোঃ আবুল হোসেন, কামান্ডার মুক্তিযোদ্ধা কামান্ড কাউন্সিল বাহুবল, বাবু গয়েশ চন্দ, ডিজিএম হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, জনাব মোঃ হাবিবুর রহমান চৌধুরী টেনু, চেয়ারম্যান ৫নং লামাতাশী ইউনিয়ন পরিষদ, জনাব লুৎফুর রহমান ফুল মিয়া, সভাপতি ৫নং লামাতাশী ইউনিয়ন আওয়ামীলীগ, জনাব মোঃ শফিকুল ইসলাম মেম্বার, সাধারন সম্পাদক ৫নং লামাতাশী ইউনিয়ন আওয়ামীলীগ, সামিউল ইসলাম ভাদেশ^র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, নবীগঞ্জ সদও ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হেকিম, মুক্তিযোদ্ধা সন্তান শামীনুর রহমান শামীম। আলহাজ¦ মোদাব্বির হোসেন তালুকদার এর সভাপতিত্বে ও সাইফুর রহমান জুয়েল এর পরিচালনায়।